Bd বাংলাদেশ

জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১টি পদে ১৬টিতে ছাত্রশিবিরের বিজয়

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোটগ্রহণের প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার রাত ১টায় আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

শীর্ষ তিন পদসহ ১০৮টিতে জয়ী শিবির প্যানেল

কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে এবং একমাত্র ছাত্রী হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন এবং হল সংসদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার আট হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার আট হাজার ১৭০ জন।

নির্বাচনে ভিপি পদে পাঁচ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী রিয়াজুল ইসলাম। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ জোটের নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে পাঁচ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত পরিষদের আব্দুল আলিম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ৩৭৯ ভোট। এজিএস জয় পাওয়া মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার ২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন চার হাজার ২২ ভোট। এছাড়া আরো আট পদে বিজয়ী হয়েছেন অদম্য জবিয়ান ঐক্য পরিষদের প্রার্থীরা।

এছাড়াও কার্যকরি সদস্য পদে সাতটির মধ্যে চারটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন ফাতেমা আক্তার। এছাড়াও মোহাম্মদ আকিব হাসাম, শান্তা আক্তার এবং আব্দুল্লাহ আল ফারুক এ প্যানেল থেকে নির্বাচিত হন।

বাকি তিন সদস্যের মধ্যে সাদমান সাম্য ও ইমরান হাসান ইমন ছাত্রদল সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদের। অন্যজন মো. জাহিদ হাসান স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হন।

একমাত্র ছাত্রী হলে ১০ পদে জয়ী শিবির প্যানেল

হল সংসদে কার্যনির্বাহী সদস্য হন সাবরিনা আক্তার, নওসিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়া জাহান।

কেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম দুদলের নেতাকর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। জকসু ভোট কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাদের।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল গেটের বাইরে শিক্ষার্থী সহযোগিতা কেন্দ্রের মধ্যে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছাত্রদলের সহযোগিতা কেন্দ্রের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবের নেতৃত্বে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সকাল থেকে অবস্থান নিতে দেখা যায়।

ব্যালট বাক্স খুলতে গিয়ে আহত পোলিং এজেন্ট

ভোট গণনা চলাকালীন একটি ব্যালট বাক্স খুলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র দাশ। মেডিকেল টিমের তত্ত্বাবধানে জবি শিক্ষক সমিতির কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয় তাকে। গতকাল সন্ধ্যায় জকসু নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরিফিকেশন বলেন, দীর্ঘ সময় না ঘুমানোর ফলে ক্লান্ত শরীর ছিল। এর মাঝে ব্যালট বাক্স খোলার সময় টেবিলে হাতের কনুইয়ে কোনোভাবে আঘাত লাগে, যা খুব সম্ভব নার্ভে লেগেছে। যার কারণে হঠাৎ চেয়ার থেকে পড়ে যান। পরে শিক্ষক সমিতির কার্যালয়ে আনা হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি এখন কিছুটা সুস্থ আছেন। চিকিৎসক এক্সরে করার পরামর্শ দিয়েছেন। এখনো এখানেই চিকিৎসা চলমান।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button