Bd বাংলাদেশ

নির্বাচনে জিতলে জাতীয় সরকারে জামায়াতকে নিবে না বিএনপি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরীকদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তবে তা সর্বদলীয় সরকার হবে না। গতকাল রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এছাড়া দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি।

নির্বাচন নিয়ে গণমাধ্যমে আশঙ্কার কথা উঠলেও বিএনপি দল হিসেবে কোনো শঙ্কা দেখছে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই নির্বাচন চেয়ে এসেছে। নির্বাচন নিয়ে দল আশাবাদী এবং নির্বাচন তার পথেই এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে বলেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ। 

মব সহিংসতা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর দেশে 'মবোক্রেসি' নামে নতুন এক সংস্কৃতি শুরু হয়েছে, যা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে তিনি রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আশাবাদও প্রকাশ করেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সুযোগ কাজে লাগাতে হবে। গণতন্ত্র ও গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না, তবে গণতান্ত্রিক সংসদ গঠনে সবাইকে প্রত্যয়ী হতে হবে।

প্রসঙ্গত, গতকাল একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে যান মির্জা ফখরুল। বিকেলে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পরে সন্ধ্যায় শহরতলীর বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button