Bd বাংলাদেশ

ছাত্রশিবির নির্বাচনে ধর্মকে হাতিয়ার বানিয়ে আমাকে হারিয়েছে: জকসু জিএস প্রার্থী খাদিজা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

তিনি দাবি করেন, তাকে এবং তার দলকে হারাতে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে নারায়ে তাকবির স্লোগান ও মাইক কাড়াকাড়ির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ধর্মবিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯:৩০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে তিনি এসব কথা বলেন। নির্বাচনে হারের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, গালিগালাজ এবং নোংরা ন্যারেটিভ এর জবাব দিতেই তিনি এ ভিডিও বার্তা দিয়েছেন বলে জানান।

ভিডিও বার্তায় ৩০ ডিসেম্বরে জকসু নির্বাচন স্থগিতের ঘটনায় ভাইরাল হওয়া মাইক কেড়ে নেওয়ার প্রসঙ্গে খাদিজাতুল কুবরা বলেন, “ভিডিওটি এডিট করে প্রচার করা হয়েছে এবং খণ্ডিত অংশ ছড়িয়ে আমাকে হেয় করা হয়েছে। ওইদিন জকসু নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন চলছিল, সেখানে কোনো দলীয় স্লোগান বা নারায়ে তাকবির দেওয়ার পরিস্থিতি ছিল না। আমি কেবল শান্তাকে (ছাত্রশিবির সমর্থিত প্রার্থী) বলেছিলাম, এটা ওই স্লোগান দেওয়ার জায়গা না। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, আমার হাত উঁচুতে ছিল এবং হাতে মোজা ছিল, কিন্তু মাইকটি অন্য কেউ ধরেছিল। অথচ মিথ্যা প্রচার চালিয়ে আমাকে নাস্তিক ও ধর্মবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।”

অনলাইনে অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ছাত্রদলকে এখন শিখতে হবে কীভাবে মাঠে কাজ না করেও অনলাইনে বট বাহিনী দিয়ে ন্যারেটিভ তৈরি করা যায়। ৩০ ডিসেম্বরের আগে আমাকে আটকানোর কোনো ইস্যু না পেয়ে ধর্মকে ব্যবহার করে ভিক্টিম কার্ড খেলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোথাও চাঁদাবাজি করেনি, তারা ওপেন রাজনীতি করেছে।”

পরাজিত হলেও ছাত্রদল ছেড়ে যাবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ছাত্রদল ধর্ম ব্যবসা করে না। আমি পদের লোভে আসিনি, কাজ করতে এসেছি। যত অপপ্রচারই হোক, আমি ছাত্রদলের সঙ্গেই থাকব এবং দলকে সুসংগঠিত করতে কাজ করব।”

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারনে তা স্থগিত করা হয়। যার পরিপ্রেক্ষিতে ভিসি ভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী শান্তা আক্তারের আল্লাহু অকবর স্লোগান দেওয়ার সময় মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ও অন্যান্যদের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে নির্বাচনের পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন খাদিজাতুল কুবরা।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button