বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয়, এটি গবেষণার বিষয়: মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার কারণ নিয়ে বিএনপি মহাসজিব মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোনো কাজ করতে পারেনি। শুক্রবার (৯ জানুয়ারি) সকালের ঠাকুরগাওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
বিএনপির মহাসচিব বলেন, বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে, তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল কার্যকর পদক্ষেপ নেবে।
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এটি একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন, তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেল’। এ ছাড়া ছাত্রদল-সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল চারটি ও স্বতন্ত্র একটি পদে জয় পেয়েছে।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com
