Bd বাংলাদেশ

গাজার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত। সেই সঙ্গে ভবিষ্যতে এই ভূখণ্ডে কোনো শাসনব্যবস্থার অংশ হতে চায় না তারা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, গাজার প্রশাসন তদারকি করার জন্য স্বাধীন একটি কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন তারা।

তিনি বলেন, হামাস শাসনভার হস্তান্তর প্রক্রিয়া সহজ করবে এবং কমিটির কাজে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন, হামাস উপত্যকা পরিচালনার জন্য যেকোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তার এই বক্তব্য ২০২৪ সালের মার্চ মাসে গাজাসংক্রান্ত জরুরি আরব শীর্ষ সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের পটভূমিতে এলো। ওই সম্মেলনে ফিলিস্তিনিদের যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়।

এই পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই সংস্থা হবে স্বাধীন, এটি নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে এবং ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button