Bd বাংলাদেশ

৩ আগস্ট গণভবনে শেখ হাসিনার সাথে কেন সাক্ষাৎ করতে গিয়েছিলেন তামিম, প্রশ্ন নেটিজেনদের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে চলমান বিতর্কের কেন্দ্রে এখন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বিসিবির অস্বীকৃতি, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো নিয়ে বিতর্কের মধ্যেই সামনে আসে আরও সংবেদনশীল একটি তথ্য—গত ৩ আগস্ট তামিম ইকবাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছিলেন। যেদিন সারা দেশ এক দফা ঘোষণাকে ঘিরে উত্তাল ছিল, সেদিন তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয় এবং পুরো বিতর্কের মূল ফোকাস সেখানেই কেন্দ্রীভূত হয়ে যায়।
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলায় অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতির পর তামিম ইকবাল প্রকাশ্যে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। এক বক্তব্যে তিনি বলেন, আবেগের বশে নয়, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
তামিমের এই মন্তব্যের জেরে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তাকে 'ভারতের দালাল' আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তবে সমালোচনার মুখে পড়ে পরে সেই পোস্টটি সরিয়ে নেন তিনি।
এই ঘটনার পর জাতীয় দলের সাবেক ও বর্তমান একাধিক ক্রিকেটার প্রকাশ্যে প্রতিবাদ জানান। তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুমিনুল হক, নাফিস ইকবালসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তামিম ইকবালের বক্তব্যকে সমর্থন করেন এবং বিসিবি পরিচালকের মন্তব্যের সমালোচনা করেন।
এর মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি ছবি, যেখানে দেখা যায়—৩ আগস্ট গণভবনের রেজিস্ট্রি বইয়ে তামিম ইকবালের নাম ও স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওইদিন সকাল ১১টার দিকে তিনি গণভবনে প্রবেশ করেন এবং বিকেল ৩টার দিকে বেরিয়ে আসেন।
এই তথ্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠতে থাকে—যেদিন সারা দেশের মানুষ এক দফা ঘোষণার অপেক্ষায় ছিল, সেদিন কেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছিলেন তামিম ইকবাল। অতীতে শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসার প্রসঙ্গ টেনে অনেকে মন্তব্য করছেন, তামিম মূলত সুযোগের অভাবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। কেউ কেউ তাকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তুলনা করে বলছেন, তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
এ বিষয়ে তামিম ইকবাল কিংবা বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button