Bd বাংলাদেশ

এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

‘নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত’ এবং আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি, অনুপ্রেরণা এবং একই সাথে দায়বদ্ধতা বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম।

জকসুতে নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে আল্লাহর প্রতি শুকরিয়া ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই পবিত্র দায়িত্ব বহনের যোগ্য মনে করেছেন। নিঃসন্দেহে এটি কোনো পদ নয়, এটি একটি আমানত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নের আমানত।

জকসুর নতুন ভিপি লেখেন, আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার সকল সিনিয়র ভাই-বোনদের, ব্যাচমেট বন্ধুদের এবং জুনিয়র ভাই-বোনদের প্রতি যারা আমার ওপর আস্থা রেখে আমাকে এই দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আপনাদের এই বিশ্বাস আমার কাছে শক্তি, অনুপ্রেরণা এবং একই সাথে দায়বদ্ধতা।

অশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ভাই-বোনদের প্রতি যাদের অক্লান্ত শ্রম, পেশাদারিত্ব ও সততায় আমরা একটি নিরাপদ, স্বচ্ছ এবং সুন্দর নির্বাচনী পরিবেশ পেয়েছি। আপনাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি লেখেন, কৃতজ্ঞতা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি, যারা নীরবে, নিরলসভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি, যারা হাজারো সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রথমবারের মতো শিক্ষার্থী সংসদ নির্বাচনকে প্রশ্নাতীতভাবে সফল করেছেন। আপনাদের দূরদর্শিতা ও সাহসিক নেতৃত্ব ছাড়া এটি সম্ভব হতো না।

নুতন ভিপি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজ ইতিহাসের সাক্ষী। এই বিজয় কোনো একক ব্যক্তির নয় এটি জবির সমস্ত শিক্ষার্থীদের বিজয়। বিশেষ কৃতজ্ঞতা জানাই নির্বাচনে অংশ গ্রহণকারী অন্যান্য ভাই-বোনদের প্রতি। পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা ছিলেন আমাদের সহযোদ্ধা। জকসু ছিল এককভাবে সবার প্রাণের দাবি, সেই দাবি বাস্তবায়িত হওয়ায় প্রকৃত অর্থে আমরা সবাই বিজয়ী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি সকলের প্রতিনিধি হলেও, আপনারাও আমাদের সহযোদ্ধা। তাই জবির স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস অপরিহার্য।

রিয়াজুল বলেন, অতীতে আমরা জবি শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস, একাডেমিক ন্যায্যতা ও ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের জন্য একসাথে কাজ করেছি। সংকটে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, গঠনমূলক আন্দোলন ও প্রগতিশীল উদ্যোগ এসব ছিল আমাদের যৌথ পথচলার অংশ। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে জবিকে একটি মর্যাদাপূর্ণ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, এই দায়িত্ব আমাদের কাছে আমানত। আসুন, আমরা সবাই মিলে এই আমানত রক্ষা করি। শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করার তাওফিক দানের জন্য আপনাদের দোয়া কামনা করছি।

আমি আপনাদের প্রতিনিধি হলেও, মূল পরিচয়ে আমি আপনাদেরই একজন। কারো জুনিয়র, কারো সিনিয়র, কারো ব্যাচমেট। এই সম্পর্কই আমার সবচেয়ে বড় পরিচয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে, নিঃসংকোচে গঠনমূলক সমালোচনা কামনা করি, যাতে আমরা দ্রুত নিজেদের সংশোধন করতে পারি এবং আরও ভালোভাবে শিক্ষার্থীদের সেবা দিতে পারি।

সবশেষে সবার অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও আস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button