তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।
সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।
বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যে-ই থাকুক, বিরোধী দল যে-ই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, এ ছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে, বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে।
অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।’
বার্তা বাজার/এমএমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

