মায়ের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মায়ের অসম্মতির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মোহাম্মদ ইমরান ইসলামাবাদী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসাবে চট্টগ্রাম-১৩ আসনে খেলাফত মজলিসের আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ ইমরান ইসলামবাদীর নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন প্রত্যাহারের পর মুফতি ইমরান ইসলামবাদী গণমাধ্যম কর্মীদের বলেন, ‘জোট আমাকে মনোনয়ন দিয়েছে। কিন্তু আমার আম্মা চান না আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আম্মা বয়স্ক ও অসুস্থ মানুষ। মা হিসেবে তিনি আমাকে নির্দেশ দেয়ায় আমি আর ইলেকশন করছি না। মূলতঃ মায়ের অসম্মতির কারণে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।’
এদিকে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিও বার্তায় মুফতি মোহাম্মদ ইমরান ইসলামাবাদীকে বলতে দেখা যায়, পারিবারিক অসম্মতি ও মায়ের নির্দেশনায় আমি নির্বাচন থেকে সরে এসেছি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailynayadiganta.com

