Bd বাংলাদেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আবু নাছের। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটগত ঐক্য বজায় রাখতে তিনি এই আসনে এনসিপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন।

বুধবার চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। তবে সংবাদ সম্মেলনে প্রার্থী আবু নাছের নিজে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জোটের স্বার্থ বিবেচনায় রেখে জামায়াত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন এবং এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দেবেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এর পরদিন বুধবার চট্টগ্রাম-৮ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এ সময় আবু নাছেরের পক্ষে তার প্রতিনিধি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ গ্রহণ করেন। একই আসনে এনসিপি প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছেন।

নির্বাচনি আইন অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর কোনো প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে তার নাম ও প্রতীক বহাল থাকে। ফলে জামায়াত প্রার্থী নির্বাচনে না থাকলেও ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyjanakantha.com

Leave a Reply

Back to top button