Bd বাংলাদেশ
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন নির্ধারণ করে দিল সরকার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করা এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় নির্দিষ্ট গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে সরকার কর্তৃক সরাসরি পরিচালিত মসজিদ (যেমন: বায়তুল মোকাররম, আন্দরকিল্লা শাহী মসজিদ), বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এই বিধির বাইরে থাকবেন। তথা তারা সরাসরি সরকারি তহবিল, নিজ নিজ প্রতিষ্ঠান বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বেতন পাবেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: dailyamardesh.com

