Bd বাংলাদেশ

মুন্সির প্রার্থিতা বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই হাসনাত আব্দুল্লাহর

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে অবশেষে বাতিল ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র। শনিবার (১৭ জানুয়ারি) বিকালে তার প্রার্থিতা বাতিলের রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। রায়ের পর এই আসনে এককভাবে জয়ের সম্ভাবনা বেড়ে গেছে ‘১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে নির্বাচন করা এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর।

তবে বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। কিন্তু তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাতের প্রার্থিতা বহাল থাকছে।

নির্বাচনের আগেই শক্ত প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলে হাসনাত আব্দুল্লাহর জয়ের দিকে একধাপ এগিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে। ইসির রায়ের পর হাসনাতকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছেন কেউ কেউ।

তবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। হাইকোর্টের রায়ে তিনি প্রার্থিতা ফিরে পেতে পারেন। এ ছাড়া আসনটিতে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে সুযোগ নেই এই প্রার্থীর।

নির্বাচন কমিশনের তথ্যমতে, আসনটিতে আরো প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ); মোহাম্মদ মজিবুর রহমান (খেলাফত মজলিস); মো. আবু জসিম উদ্দিন (গণঅধিকার পরিষদ–জিওপি); মোফাজ্জল হোসেন (বাংলাদেশ খেলাফত মজলিস)।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র তুললেও এনসিপির সঙ্গে নির্বাচনী জোট হওয়ায় তিনি আর মনোনয়নপত্র জমা দেননি। হাসনাতের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গেই জামায়াতে ইসলামীর নেতা সাইফুল ইসলাম শহীদ; যিনি জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাকে আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন।

এদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সঙ্গী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button