সরেননি জামায়াত নেতা, বিপাকে এনসিপির তুষার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
প্রতীক বরাদ্দের পরও চট্টগ্রাম-৮ আসনে জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের আসনে কর্মী-সমর্থকদের ঘেরাওয়ের কারণে ‘অবরুদ্ধ থাকা’য় মনোনয়ন প্রত্যাহার করতে না পারা জামায়াত নেতা আমজাদ হোসাইন এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। ইতোমধ্যে ওই আসনের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
জামায়াত নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সমঝোতা অনুযায়ী, আসনটি সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ক্ষোভ প্রদর্শন করলে গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত প্রার্থী আমজাদ হোসাইন মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। তবে একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ফারুক ভূঁইয়া মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলের জোটের পক্ষ থেকে নরসিংদী-২ (পলাশ) আসনটি জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের সিদ্ধান্তের কথা বিবেচনা করে প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা করেন মাওলানা আমজাদ। বিষয়টি জানতে পেরে গতকাল সকাল থেকে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা তার বাসার সামনে জড়ো হন। তারা তাকে বাসার বাইরে বের হতে বাধা দেন। বিকেলের দিকে জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহ উদ্দিন প্রার্থিতা প্রত্যাহারের ফরম নিয়ে বাসায় ঢুকতে চাইলে ক্ষুব্ধ সমর্থকেরা সেই ফরম ছিঁড়ে ফেলেন। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একপর্যায়ে জেলা জামায়াতের আমির মাওলানা মোসলেহুদ্দিন মনোনয়ন প্রত্যাহারের কাগজপত্রে স্বাক্ষর নিতে আমজাদ হোসাইনের বাসায় যান। তবে উত্তেজিত সমর্থকদের ক্ষোভের মুখে তিনিও সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাওলানা আমজাদ হোসাইনের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এখনও নির্বাচন থেকে সরে দাঁড়াননি বলে নিশ্চিত করেছে জামায়াতের একটি সূত্র। এ বিষয়ে রাতে তিনি ব্রিফিং করতে পারেন বলেও জানা গেছে।
জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে জোটের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। তিনি বলেন, জোটের প্রার্থী হিসেবে আমি জোটগত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

