Bd বাংলাদেশ

সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাট জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্তাহার বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে সাবেক ইসলামী ছাত্রশিবিরের সাথী ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।

অনুষ্ঠানে নতুন সদ্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button