Bd বাংলাদেশ

টাকার অভাবে ফেস্টুন লিফলেট আনতে না পারায় বিকাশে টাকা চাইলেন তারেক রহমান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ সংসদীয় আসনে প্রজাপতি প্রতীকে নিজের রাজনৈতিক দল আমজনতার দল থেকে নির্বাচনের ঘোষণা দেন মো. তারেক রহমান। নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহৃত ফেস্টুন লিফলেট তৈরিতে বকেয়া থাকায় শুভাকাঙ্ক্ষী বড় ভাই বোনদের কাছে সাহায্য চেয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এ সহযোগিতা চান।

ফেসবুক পোস্টে লিখেন, আমার নির্বাচনি প্রচারণার জন্য কিছু ফেস্টুন লিফলেট করতে দিয়েছি। সেখানে ১ লক্ষ ২০ হাজার এর মত বকেয়া আছে৷ বকেয়া শোধ করলে ফেস্টুন লিফলেট গুলো নিতে পারব। আজ রাত হতেই প্রচারণা সামগ্রী গুলো প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী বড় ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সহযোগিতা চাচ্ছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। প্রার্থীদের নির্বাচনি প্রচারণা শুরু করতে হবে ২২ জানুয়ারি থেকে। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button