ছয় বিভাগের ফলাফলে ভিপি পদে এগিয়ে রিয়াজুল, জিএস পদে আলীম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফল অনুযায়ী ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net

