Bd বাংলাদেশ

জকসুতে বড় জয়: মসজিদে শিবিরের শুকরিয়ার নামাজ, মোনাজাতে কাঁদলেন নেতাকর্মীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বুধবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করে জকসু নির্বাচন কমিশন। ফল প্রকাশের পর শিবিরের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একত্র হন। সেখানে তারা শুকরিয়ার নামাজ আদায় করেন এবং দীর্ঘ মোনাজাতে অংশ নেন। দোয়ার সময় অনেকের চোখে জল দেখা যায়।

মোনাজাতে নেতৃত্ব দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এসময় অন্যান্য কেন্দ্রীয় ও শাখা নেতাকর্মীরা উপস্থিত থেকে শুকরিয়ার নামাজ আদায় করেন। নামাজের পর অনুষ্ঠিত মোনাজাতে অনেক নেতা-কর্মী আবেগে ভেঙে পড়েন এবং বিজয় ও ভবিষ্যৎ কর্মযোজনায় একত্রে দোয়া করেন।

মোনাজাতে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার পর এই বিজয় দেশের ছাত্র সমাজে ইসলামী আদর্শের শক্ত অবস্থান প্রদর্শন করে। এ সময় তারা সামনের দিনে ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার্থীর কল্যাণ ও অংশগ্রহণমূলক ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তারা বলেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হোক আমাদের ব্যবহারের অলংকার।

এর আগে দেশের বিভিন্ন শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ পদের মধ্যে ২০টিতে, ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয়ে পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button