Bd বাংলাদেশ

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবীই হলেন জকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঘোষিত জকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

জয় পাওয়ার পর নূর নবী বলেন, ‘শিক্ষার্থীরা জুলাইয়ের প্রতি সম্মান রেখেই আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি সব শিক্ষার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জুলাইয়ের চেতনাকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক্‌স্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করে যাব।’

জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে নূর নবী আন্দোলনের সামনের সারিতে ছিলেন। গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। দীর্ঘ কারাবাস শেষে ৭ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। নূর নবী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এবারের জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ মোট ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় পেয়েছেন।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button