Bd বাংলাদেশ

এবার ভারতকে কড়া হুমকি দিলেন ট্রাম্প

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতকে নিয়ে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ভারতের প্রতি নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী, রাশিয়ার তেল আমদানির প্রশ্নে তাকে সন্তুষ্ট রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ। তিনি একজন ভালো মানুষ। তিনি জানতেন যে আমি খুশি নই। আমাকে খুশি রাখা গুরুত্বপূর্ণ। তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।”

ভেনেজুয়েলার ওপর সাম্প্রতিক মার্কিন হামলার পর বিশ্ব রাজনীতিতে আবারও তেলের গুরুত্ব সামনে এসেছে। ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের অন্যতম বৃহৎ— যার পরিমাণ ৩০৩ বিলিয়ন ব্যারেলেরও বেশি। এটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুদ হিসেবে বিবেচিত।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button