Bd বাংলাদেশ

বড় দুঃসংবাদ পেলেন আমির হামজা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নিরাপত্তা ঝুঁকি ও দেশের সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনা করে সারা দেশে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার (১৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুকে দেওয়া বার্তায় মুফতি আমির হামজা জানান, নিরাপত্তা সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় নির্ধারিত তার সব ওয়াজ ও তাফসির মাহফিলের সূচি আজ থেকেই বাতিল করা হলো। এ সিদ্ধান্তের জন্য তিনি মাহফিলের আয়োজনের সঙ্গে যুক্ত কমিটিগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে ১৮ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই পোস্টে তিনি লেখেন, মৃত্যুর জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত। পাশাপাশি পরিবারের সদস্যদের, বিশেষ করে তার সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় যে ‘ইনসাফ প্রতিষ্ঠার লড়াই’ শুরু হয়েছে, সেটি এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তার তিন কন্যাসন্তানের প্রতি খেয়াল রাখার অনুরোধও করেন অনুসারীদের কাছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি আমির হামজা।

এর আগে ১৬ জানুয়ারি দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, সম্প্রতি আলোচিত একটি বক্তব্য সাম্প্রতিক নয়; সেটি ২০২৩ সালের। ওই বক্তব্যের জন্য সে সময়েই তিনি অনুতাপ প্রকাশ করেছিলেন বলে জানান। নতুন করে বিষয়টি আলোচনায় আসায় তিনি আবারও দুঃখ প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া তার বক্তব্যটি অনাকাঙ্ক্ষিত ছিল। একটি বিষয় ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন এবং সে কারণেই আগেও ক্ষমা চেয়েছিলেন বলে উল্লেখ করেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyjanakantha.com

Back to top button