ইসলামী যুব আন্দোলনে যোগ দিলেন জামায়াত নেতা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জামায়াতে ইসলামী ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান নামের এক জামায়াত নেতা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। শাহাবুর রহমান নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতারা জানান, শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না, এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই। ইসলামী আদর্শ ও দেশ গঠনের লক্ষ্যে নতুনভাবে কাজ করার বিশ্বাস থেকেই ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছি।
নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নন বলেন, শাহাবুর রহমান জামায়াতের কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব প্রোপাগান্ডা চালাচ্ছে একটি মহল।
বার্তা বাজার/এস এইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

