তারেক রহমানকে কটূক্তি করার দুঃসাহস দেখানোর অভিযোগে গ্রেপ্তার-১

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে গোলাম মোস্তফা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, গোলাম মোস্তফা ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো তথ্য প্রকাশ করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা পুলিশকে অবহিত করেন।
এরপর মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকার সোমা স্টুডিওর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ফেসবুকে অশ্লীল, সহিংসতা ও বিদ্বেষমূলক তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার বলেন, গোলাম মোস্তফা ফেসবুকে চরম কটূক্তিপূর্ণ ও মিথ্যা তথ্য প্রকাশ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান ও দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। তিনি এটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: mirrornews24.net

