মোহাম্মদ শিশির মনিরের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ তিন গুণ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মোহাম্মদ শিশির মনিরের চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ তিন গুণ

সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের চেয়ে তাঁর স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের সম্পদ তিন গুণ বেশি।
নির্বাচন কমিশনে দাখিলকৃত হলফনামা থেকে এই তথ্য পাওয়া গেছে। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, বিগত অর্থ বছরের আয়কর রিটার্নে শিশির মনিরের প্রদর্শিত সম্পদের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। এর বিপরীতে বেসরকারি চাকরি পেশায় থাকা তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা। গেল অর্থবছরে আইন পেশা থেকে ৫২ লাখ ৬০ হাজার টাকা আয়ের বিপরীতে শিশির মনির আয়কর পরিশোধ করেছেন ১১ লাখ ৪৩ হাজার টাকা। আর স্ত্রী সাদিয়া পরিশোধ করেছেন ১৯ লাখ ৮২ হাজার ৪৪২ টাকা। ওই বছর স্ত্রী আয় করেছেন ৮৯ লাখ ২৭ হাজার ৫১৫ টাকা। হলফনামায় উল্লেখ করা হয়, শিশির মনির আইন পেশা থেকে বছরে আয় করেন ৫১ লাখ ৬৩ হাজার টাকা। স্ত্রীর ব্যাংক আমানত রয়েছে ৩ লাখ ৭৭ হাজার টাকা।
চাকরি থেকে স্ত্রী বছরে বেতন পান প্রায় ৬৫ লাখ টাকা। বছরে শিশির ব্যাংক থেকে লভ্যাংশ পান ৯৬ হাজার ৫৯৩ টাকা এবং স্ত্রী পান ২০ লাখ ৮৭ হাজার ২৪৫ টাকা। এদিকে, শিশির মনিরের হাতে নগদ টাকা রয়েছে ৯ লাখ ৫২ হাজার এবং স্ত্রীর হাতে রয়েছে ৯ লাখ ৯৪ হাজার টাকা। শিশির মনিরের ব্যাংকে রয়েছে মাত্র ২ হাজার ৩০০ টাকা। স্ত্রীর ব্যাংক হিসাবে রয়েছে জমা ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা। স্ত্রীর শেয়ার রয়েছে ৩ হাজার ৯৬৬ টাকার। নিজের না থাকলেও সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত খাতে স্ত্রীর বিনিয়োগ পরিমাণ ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা।
উপহার হিসেবে প্রাপ্ত ২৫ ভরি স্বর্ণালংকার রয়েছে শিশির মনিরের। স্ত্রীর রয়েছে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার। শিশির মনিরের অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৫১ লাখ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পদের মূল্য ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৮৪৩ টাকা। কৃষি, অকৃষি জমি, ভবন, বাড়ি জাতীয় স্থাবর কোনো সম্পদ নেই জামায়াত প্রার্থী শিশির মনিরের। তবে তাঁর স্ত্রী সাদিয়া প্রায় দুই একর অকৃষি জমির মালিক, যার মূল্য ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা। নিজের, স্ত্রীর কিংবা সন্তানের কোনো দায়দেনা নেই শিশিরের।
হলফনামায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে উল্লেখ করেছেন শিশির মনির। এর মধ্যে হাই কোর্টের আদেশে একটির কার্যধারা স্থগিত রয়েছে এবং অন্যটি তদন্তাধীন রয়েছে।
সংবাদের URL কপি করা হয়েছে
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com







