স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে সরকার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে: মির্জা আব্বাস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় মির্জা আব্বাস বলেন, ‘একটি গোষ্ঠী সচেতনভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পত্রিকা অফিসে আগুন দেওয়া বা গণমাধ্যমে হামলাকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘এই হত্যার দায় বিএনপির ওপর চাপানোর একটি অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু বিএনপি কখনোই গুম, হত্যা কিংবা মবের রাজনীতিতে বিশ্বাস করে না।’ তিনি দাবি করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্রের ভিত্তি রেখে গেছেন, ১৮ বছর পর সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন তারেক রহমান।
একই অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। হাদির হত্যাকাণ্ডে জনগণের ক্ষোভ স্বাভাবিক হলেও এর জেরে গণমাধ্যমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, ‘এ ধরনের হামলা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এটি বর্তমান সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।’ তারেক রহমান দেশে ফিরলে সব ধরনের অপশক্তির অবসান ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিএনপি নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত না হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথে থাকার আহ্বান জানানো হচ্ছে। তারা দাবি করেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার একমাত্র পথ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

