Bd বাংলাদেশ

বিএনপি-জামায়াতের সেই ‘সখ্যতা’ এখন ‘শত্রুতা’, নেপথ্যে কী?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি তিক্ত সম্পর্ক বিরাজ করছে। দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে দীর্ঘদিনের মিত্রতা থেকে এখন বৃহৎ এই দুই দলকে রাজনীতিতে অনেকটা ঘোর শত্রুতা নিয়ে একে অপরের সঙ্গে প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাচ্ছে। 

শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষেও জড়াতে দেখা যাচ্ছে তাদের নেতাকর্মীদেরকে। বর্তমান সময়ে এ প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় নেতাকর্মীরা প্রাণও হারাচ্ছেন। এই মুহূর্তে প্রশ্ন উঠেছে, বন্ধুত্ব থেকে শত্রুতার দিকে কেন এই দু্ই দল? এর আগে কেমনই বা বন্ধুত্ব ছিল তাদের মাঝে?  

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতায় যাওয়ার স্বার্থকে কেন্দ্র করেই বিএনপি ও জামায়াতের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। রাজনৈতিক কৌশল হিসেবেই তারা নানা কৌশলে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর উভয়েই একে অপরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়ায় বিষয়টি আরও প্রকট আকার ধারণ করেছে। তবে সহিংসতার ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করে তারা। 

“মূলত ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদের রাজনীতিই আজকের এই পরিস্থিতিতে এক সময়ের মিত্রকে শত্রুতে পরিণত করেছে।” – অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

তবে দল দুটির ভাষ্য, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্য বা অঘটন ঘটে থাকে। তাদের মধ্যকার এ বিরোধ সেটিরই অংশ। এসব ঘটনাকে তারা সাময়িক হিসেবেও বিবেচনা করছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button