Bd বাংলাদেশ

জুলাইয়ে হাদির অবদান কি? হাদিরা বাংলাদেশের বিপদে দাঁড়ায়নি মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল : আমজনতার তারেক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আমজনতার নেতা মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বলতে শোনা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? এই গণঅভ্যুত্থানের সময়, পরেও হাদি নামে কাউকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এ দেশের মানুষ পায়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মী অবদান রেখেছে, লড়াই করেছে।’ ভিডিওটি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও শেয়ার করলে তা ভাইরাল হয়।

তারেক রহমান এমন দাবি করলে ওসমান হাদির আইডির একটি ভিডিও ভাইরাল হয়। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ওই ভিডিওর ক্যাপশনে ওসমান হাদি লেখেন, ‘১৬ জুলাই, ২০২৪! সাঈদ, ওয়াসিমসহ পাঁচজন শহীদ! সেদিনই শহীদ মিনারে জনতার প্রতিরোধে শরীক হলাম আমরা। ইনবক্সে এক ভাই ভিডিওটা পাঠালেন।’

তিনি আরও লেখেন, ‘যখন আমরা ল ফ্যাকাল্টির সামনে রাজপথেই আসর আদায় করেছিলাম। ছাত্রলীগকে হল থেকে বের করে দেয়ার মাধ্যমে সেদিন থেকেই শুরু হয় গণপ্রতিরোধ।’ গত ৩ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করেন ওসমান হাদি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button