Bd বাংলাদেশ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে ভোটের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী ২৮ ডিসেম্বর তিনি পদত্যাগের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে মুক্ত হয়ে মনোনয়নপত্র জমা দেবেন। তিনি আরও বলেন, “আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য। আমরা ধানের শীষ প্রতীকে ভোট দেব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ তারিখ থেকে আমি সার্বক্ষণিক আপনার সঙ্গে ভোটের মাঠে কাজ করব।”

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “কিছু দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয়। কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে। ভোটের আশায় এই ধরনের কাজ কুফরি। আপনাদের দায়িত্ব, বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে এই ধারণা দূর করা।”

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Leave a Reply

Back to top button