প্রবাসমালয়েশিয়া

৪০ বাংলাদেশিসহ ৪৬ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ডেস্ক রিপোর্ট:
৪০ বাংলাদেশিসহ মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগ রবিবার (১৯ জানুয়ারি), আটক তিন দেশের অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রাজ্য ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নর বলেছেন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে তাদের পাঠানো হয়েছে।

তিনি বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২) এবং অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর অধীনে অপরাধে আইনি প্রক্রিয়া শেষে, ইমিগ্রেশন ব্যবস্থায় কালো তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যাতে করে এই অভিবাসরা মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

যাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, চারজন ভারতীয় পুরুষ এবং সিরিয়ার একজন মহিলা সহ দুজন অভিবাসী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

Source: প্রবাস বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button