Bd বাংলাদেশ

জামায়াত আমির নিয়ে মন্তব্যের জেরে শাস্তি, কী লিখেছিলেন সেই ওসি?

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের আমির শফিকুর রহমানের উদ্ধৃতি নিয়ে একটি সংবাদমাধ্যম ফটোকার্ড করে। সেই ফটোকার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম লেখেন, ‘আগে গণভোট দরকার যে স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না?’

পরে এর জেরে ২০ অক্টোবর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতের গাজীপুর মহানগর মজলিশে শুরার সদস্য মো. আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন: জামায়াত আমিরের বক্তব্য নিয়ে মন্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button