Bd বাংলাদেশ

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের পর এবার পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানী জাগরেবে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভারতীয় দূতাবাসে ঢুকে পড়ে হামলাকারীরা। এরপর তারা দূতাবাসে ভাঙচুর চালায়।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, ‘‘ক্রোয়েশিয়ার জাগ্রেবে আমাদের দূতাবাসে ভারতবিরোধীদের অনুপ্রবেশ এবং ভাঙচুরের ঘটনার নিন্দা জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয় এবং তা সুরক্ষিত রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রের।”

ভারত সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে ক্রোয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করেছে জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেছি এবং তাদের বলেছি নিন্দনীয় এবং অবৈধ কর্মকাণ্ডে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নিতে।”

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যের মতো ক্রোয়েশিয়া ভারতীয় দূতাবাসেও খালিস্তানপন্থীরাই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। সূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টাইমস

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Leave a Reply

Back to top button