ভারতের সাথে প্রতিদ্বন্দ্বী দলের প্রধানের তিনটি চুক্তি করার খবর পত্রিকায় আসলেও এর প্রতিবাদ দলটি করেনি: তাহের

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
<p>কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন—এমন খবর ভারতীয় পত্রিকা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন।</p>
<p>তাহের বলেন, আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন করা, দ্বিতীয় শর্ত হলো বাংলাদেশের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের অনুমতি নেওয়া, এবং তৃতীয় শর্ত হলো দেশি ইসলামপন্থী দলগুলোকে দমন করা। তিনি অভিযোগ করেন, এই খবরের কোনো প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দল থেকে আসেনি।</p>
<p>এ সময় তাহের বলেন, আনন্দবাজার পত্রিকা ভারত থেকে ফোনে জানতে চেয়েছে, "আপনারা কি হিন্দুদের জায়গা দখল করেছেন?" তিনি বলেন, দেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হলেও জামায়াতের মাধ্যমে তা হয়নি। ভারতের বন্ধু মনে করা ব্যক্তিরাই হিন্দুদের সম্পদ লুট করে।</p>
<p>তাহের ১০-দলীয় জোটের প্রসঙ্গে বলেন, "এটি একটি বড় জোটে পরিণত হয়েছে, যেখানে স্বাধীনতাযুদ্ধের একমাত্র জীবিত বীরবিক্রম, ২৪-এর গণ–অভ্যুত্থানের ছাত্রনেতা ও দেশের বড় ইসলামিক দলগুলোও রয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নির্বাচিত করলে মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না।"</p>
<p>তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে বলেন, "বিএনপি বলেছেন, 'এই দেশ মৌলবাদীদের হবে, নাকি গণতান্ত্রিক বাংলাদেশ হবে।' আমি বলব, আগামী নির্বাচনে সিদ্ধান্ত হবে—বাংলাদেশ কি আবার চাঁদাবাজদের দখলে যাবে, নাকি গণতান্ত্রিক সমঅধিকার ও মুক্তির পথে এগোবে।"</p>
<p>সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, সাবেক আমির সাহাব উদ্দিন প্রমুখ।</p>
<p>এদিন নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তাহের ছুফুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে ভোট চান।</p>
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedeltalens.com

