Bd বাংলাদেশ

ইসকনের বিরুদ্ধে কথা বলায় গুম হওয়া সেই খতিবকে শিকলবাধাঁ অবস্থায় পাওয়া গেল ভারত সীমান্তের কাছে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর তাকে ভারত সীমান্তের কাছ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে তার পরিবার।

এই ঘটনার পেছনে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকনের সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে জোরালো সন্দেহ করছে স্থানীয়রা।

এর আগে বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে মুফতি মুহিবুল্লাহ মাদানী নিখোঁজ হন। তার ছেলে আব্দুল্লাহ জানান, সম্প্রতি জুমার নামাজে খতিব মুহিবুল্লাহ মাদানী হিন্দু সংগঠন ‘ইসকন’ (ISKCON) এর কার্যক্রম নিয়ে সমালোচনামূলক বয়ান করেছিলেন। এরপর থেকেই তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত উড়ো চিঠি পাঠানো হয়।

আব্দুল্লাহ বলেন, “বাবা হুমকির বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করেছিলেন। এর মধ্যেই বুধবার সকাল থেকে আমরা তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। সকাল ১১টা পর্যন্ত তার মোবাইল ফোন খোলা থাকলেও সোয়া ১১টার পর থেকে সেটি বন্ধ পাওয়া যায়।”

নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করা হলে পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে।

সর্বশেষ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে ভারত সীমান্তের কাছাকাছি একটি স্থান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তিনি সম্পূর্ণ অজ্ঞান ছিলেন এবং তার হাত-পায়ে শিকল বাঁধা ছিল।

এই ঘটনার প্রেক্ষিতে ইসকনকে নিষিদ্ধের দাবীতে আজকে দুপুর ১২:৩০ মিনিটে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা দেয় সাধারণ আলেম সমাজ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button