Bd বাংলাদেশ

নিজের গাড়ি ভাঙচুর মামলার আসামি আ.লীগ নেতাকে দলে নিলেন শামা ওবায়েদ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রোববার বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে বিএনপির প্রয়াত নেতা আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করে একটি আলোচনা সভায় অংশ নেন ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

আনোয়ার হোসেন ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই গাড়ি ভাঙচুরের মামলার ১২ নম্বর আসামি ছিলেন আনোয়ার হোসেন। তিনি এখন জামিনে আছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

সভায় যোগদানের পর আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, আমি আজ থেকে বিএনপি নেত্রী শামা ওবায়েদের দলে মিশে গেলাম। আগামীতে আমি শামা ওবায়েদের একজন সৈনিক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

এ বিষয়ে বিএনপিতে যোগদানকারী আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটা বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

আনোয়ার হোসেনের ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিএনপিতে যোগদানের বিষয়টি জানতে পেরেছি। যার যার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনোয়ার হোসেনের কোনো পদত্যাগপত্র পাইনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। আমাদের নেত্রী শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button