Bd বাংলাদেশ

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: পাকিস্তান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং দেশটির জনগণ নিজেদের সমস্যার সমাধান করতে যথেষ্ট সক্ষম।

গত সোমবার কয়েক মাসের বিচার কার্যক্রম শেষে আদালত রায় দেয় যে, গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, “এটি বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে পারবে।”

প্রায় ১৫ মাস আগে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত করে।

রায়ের পর বাংলাদেশ সরকার জানায়, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, “বিদ্যমান চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়া ভারতের বাধ্যবাধকতা।”

তবে এ বিষয়ে অতীতের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ভারত বলেছে, তারা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করে যাবে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ বজায় রাখবে।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button