Bd বাংলাদেশ

অনৈতিক কাজে ধরা পড়ল জামায়াত নেতা, স্থায়ী বহিষ্কার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোলার মনপুরায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে করা সেই জামায়াতের ওয়ার্ড সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, বুধবার রাতে কলাতলী ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নারীঘটিত ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত জামায়াত নেতা হলেন কলাতলি ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শোয়াইব।

এ ব্যাপারে মনপুরা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিমুল ইহসান জসিম জানান, কোনো অপকর্মকারীর স্থান জামায়াতে নই। তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ২টার দিকে কলাতলী ইউনিয়নের বাতানখাল এলাকায় বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই বিধবা নারীকে বিয়ে করেন তিনি।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button