Bd বাংলাদেশ

যুবদল কর্মীর ঘুষিতে সেচ্ছাসেবক দল নেতা নিহত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিতে নামের তালিকায় আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা আজাহার (৪৫) নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, যুবদল কর্মীর ঘুষিতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতিমূলক সভায় বসেন। সভাকালে কর্মসূচির তালিকায় নাম অন্তর্ভুক্ত ও অবস্থান নির্ধারণ নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ, সিনিয়র সহসভাপতি আজাহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। সংঘর্ষের সময় আজাহার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতাকর্মীরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button