রাতভর দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, ধ্বংসস্তূপে পরিণত একটি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আশুলিয়ায় অবস্থিত সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গায়ে থুথু পড়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, শিক্ষার্থীদের বাসায় ও ক্যাম্পাসে হামলা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ, উত্তেজনা এবং ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। এমনকি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক অন্যটির কিছু শিক্ষার্থীকে আটকে রাখারও অভিযোগ উঠেছে।
সংঘর্ষে এখন পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত। এ ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকান্ডের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিষ্ঠানটি। তাছাড়া, প্রতিষ্ঠানটিতে করা হয় লুটপাটও।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, রবিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বসবাসরত ‘ব্যাচেলর প্যারাডাইস’ নামে এক বাসার সামনে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ওপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়ে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি ও বাক-বিতণ্ডা শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় (ব্যাচেলর প্যারাডাইস) হামলা চালিয়ে ভাঙচুর করেন।
হামলার এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১ হাজারের মতো শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারী শিক্ষার্থীদেরকে ধাওয়া করে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদেরকে শান্ত থাকার অনুরোধ জানালে তারা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। পরে দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।
এরই মধ্যে সিটি ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর হামলা করার অভিযোগ উঠে। এতে পরিস্থিতি আরও উতপ্ত হয়ে উঠে। পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া, যা চলে ভোর রাত পর্যন্ত। সংঘর্ষের এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির ৫ থেকে ৭টি গাড়িতে ভাঙচুর করেন ড্যাফোডিল শিক্ষার্থীরা, পাশাপাশি প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালান। এসময় তাদেরকে অগিকান্ড ঘটাতেও দেখা যায়। এ ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি উঠেছে। তাদের অনেকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অনেকে এখনো নিচ্ছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedailycampus.com

