Bd বাংলাদেশ

আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল: ব্যারিস্টার ফুয়াদ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদির রেখে যাওয়া দায়িত্ব আজ আমাদের কাঁধে। সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং শরীরের ঘাম, শ্রম আর দিন-রাত পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান পাব।

সভায় স্থানীয় মুরুব্বি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে বারণ করা হয়েছে। এই আসনে জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের ব্যারিস্টার ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা সবাই আগের চেয়ে দ্বিগুণ উদ্যমে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে নির্বাচনী মাঠে নামব।

কর্মীসভায় উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button