ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নুরের তিন দফা বৈঠক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. ফকুরুজ্জামান বাদল।
হাসান মামুনের ঘোড়া প্রতীকের নির্বাচনের প্রধান কর্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, মামুনকে হত্যার পরিকল্পনা করছে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি সমর্থিত এই আসনের প্রার্থী নুরুল হক নুর।
সংবাদ সম্মেলনে বাদল লিখিত বক্তব্যে বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নুরের তিন দফা বৈঠক হয়েছে। দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য ইসরাইলের কাছ থেকে অবৈধ টাকা গ্রহণ করেন নুর। যা ফিলিস্তিনির রাষ্ট্রদূত জানিয়েছেন।
তিনি (নুর) ৫ অগাস্টের পর বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। সেই টাকা তিনি নির্বাচনে ব্যয় করছেন এবং বিএনপির নেতাকর্মীদের কালো টাকার লোভ দেখিয়ে তার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নূরের পক্ষে কাজ করার অস্বীকৃতি জানালে বিএনপির নেতাদের রাজনীতিচ্যুত এবং মামলা-হামলার হুমকি দিচ্ছেন। ইতোমধ্যে নুরুল হক নুরের লোকজন গলাচিপা-দশমিনার ঘোড়া প্রতীকের অসংখ্য নির্বাচনি অফিসে ভাঙচুর ও হামলা চালিয়েছেন। সেসব ঘটনায় থানায় মামলাও হয়েছে।
তিনি বলেন, নুরের সন্ত্রাসী বাহিনী এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্র্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুনের লোকজনের উপর হামলা করে উল্টো মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছেন তার।
এছাড়াও এআই ব্যবহার করে হাসান মামুনের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে। নুরুল হক নুর নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র ঢুকিয়ে বহিরাগত লোকজন দিয়ে রাত-বিরাতে অস্ত্রের মহড়া দিচ্ছেন। এ সময় সদ্য বিলুপ্ত বিএনপির দশমিনা উপজেলা কমিটির সভাপতি আব্দুল আলিম তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এলামুল হক রতনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: banglamagazinenews.com

