Bd বাংলাদেশ

বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

পিরোজপুরের ইন্দুরকানীতে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ইন্দুরকানী সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদানকৃত নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের অংশ হতে চায়। তারা বিশ্বাস করে জামায়াতে ইসলামী ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আর এই বিশ্বাস থেকেই তারা জামায়াতে যোগদান করেছেন।

অনুষ্ঠান শেষে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি এস এম পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করছে।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button