Bd বাংলাদেশ

মহিলা দল কর্মীর ওপর জামায়াতের আহত হওয়ার গুজব, পরে জানা গেল রিকশা উল্টে আহত হয়েছিলেন তিনি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মেহেরপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই নারী নেত্রী জামায়াতের হামলায় আহত হয়েছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একাধিক নেতা এসব পোস্ট শেয়ার করেন।

ওই সব পোস্ট ও প্রতিবেদনে বলা হয়, মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুনের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সাবিহা সুলতানা ও রোমানা আহমেদ জামায়াতপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন।

তবে যাচাই করে দেখা গেছে, এই দাবিটি সঠিক নয়।

আহত বিএনপি নেত্রী রোমানা আহমেদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে জানিয়েছেন, তারা জামায়াতের হামলায় নয়, বরং একটি দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোমানা আহমেদ ২৮ জানুয়ারি বিকাল ১টা ২২ মিনিটে তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানান, আমঝুপি ইউনিয়নের নোয়াখালী গ্রামের পশ্চিম পাড়ায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কোলার মোড়ে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে তাদের রিকশা উল্টে যায়। এতে তিনি এবং মহিলা দলের সহ-সভাপতি সাবিহা সুলতানা গুরুতর আহত হন। ওই দুর্ঘটনায় রোমানা আহমেদের হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সাবিহা সুলতানার দুটি দাঁত ভেঙে যায় এবং চোখে গুরুতর আঘাত পান।

পরবর্তীতে ২৯ জানুয়ারি রাত ১টার দিকে দেওয়া আরেকটি পোস্টে রোমানা আহমেদ স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে জামায়াতের হামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং বলেন, এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সুতরাং, মেহেরপুরে বিএনপির দুই নারী নেত্রী জামায়াতের হামলায় আহত হয়েছেন—এমন দাবির কোনো সত্যতা নেই। তারা নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন, যা ভুক্তভোগী নিজেই নিশ্চিত করেছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button