Bd বাংলাদেশ

জামায়াত জোটে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মান্না

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p>জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর তিন দিন পেরিয়ে গেছে। সামনে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির মাঠে তৈরি হচ্ছে নতুন নতুন জোট-সমীকরণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা, জোট গঠন ও ভাঙনের খবর প্রতিমুহূর্তে আলোচনায় আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও ঘুরছে একটি আলোচিত গুঞ্জন—জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।</p>

<p>দেশ রূপান্তরসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিএনপি-জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য এবার জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জন সত্য হলে জামায়াত নেতৃত্বাধীন জোটটি ১২ দলীয় জোটে রূপ নেবে। প্রতিবেদনে আরও বলা হয়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক নেতার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।</p>

<p>প্রতিবেদন অনুযায়ী, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই আসনেই জামায়াত বা তাদের জোটসঙ্গীরা প্রার্থী দিয়েছে, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।</p>

<p>তবে এই আলোচনার বিষয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না নিজেই। তিনি স্পষ্টভাবে গুঞ্জন নাকচ করে বলেন,</p>

<p>"জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার ব্যাপারে এরকম কোনো আলোচনা হয়নি। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার এলাকায় ভোটের কাজ করছি। আমার এলাকায় এখানে প্রতিদ্বন্দ্বী হলো জামায়াতে ইসলামী।"</p>

<p>তিনি আরও বলেন,"ভোটের সময় অনেক রিউমার ছড়াবেই। এরকম কত রিউমারই তো নির্বাচনের সময় ছড়ায়। এগুলো কিছু না।"</p>

<p>উল্লেখ্য, বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোটসঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। ফলে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা থাকায় জামায়াতের সঙ্গে নাগরিক ঐক্যের সম্ভাব্য জোটের গুঞ্জনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই দেখছেন পর্যবেক্ষকরা।</p>

<p>এর আগে গত বুধবার আসন সমঝোতা না হওয়ায় বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে আসার ঘোষণা দেয় নাগরিক ঐক্য। সেই ঘোষণার পর থেকেই দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।</p>

<p>নির্বাচনের মাঠ যত উত্তপ্ত হচ্ছে, ততই জোট রাজনীতির এই নতুন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়াচ্ছে। যদিও মাহমুদুর রহমান মান্না গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, তবুও ভোটের শেষ মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক সমীকরণ যে বদলাতে পারে—সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।</p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button