Bd বাংলাদেশ

২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

<p></p>

<p><strong>বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন কার্ড দেয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় ঐক্য জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এ বিষয়ে প্রশ্ন তুলেন তিনি।</strong></p>

<p>বিএনপির নাম উল্লেখ না করে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনছি বিভিন্ন কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেয়া হবে। আমরা চাই কার্ড দেয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২ হাজার টাকার কার্ড নিতে ১ হাজার টাকা ঘুষ দেয়া লাগবে না তো? ঘুষ, চাঁদাবাজি যদি আমরা নির্মূল না করতে পারি, এসব সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে?</p>

<p>এনসিপির এই আহ্বায়ক বলেন, একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আর আরেকদিকে ঋণখেলাপিদের সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ কেমন দ্বিচারিতা? যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেয়ার নিয়ত থাকে তাহলে কেউ ঋণখেলাপিকে নমিনেশন দিতে পারে না। যারা ঋণ পরিশোধ করেনি, আপনাদের মনে হয় তারা সংসদে গেলে আর ঋণ পরিশোধ করবে? এরা আবারও ঋণ নেবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও বিদেশে টাকা পাচার করবে।</p>

<p>আমরা এমন বাংলাদেশ চাইনি উল্লেখ করে তিনি বলেন, আমরা এই লুটেরাদের বিরুদ্ধেই গণঅভ্যুত্থান করেছি। নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেবো না, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় যেতে দেবে না।</p>

<p>বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বলা হচ্ছে- বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়া হবে। বস্তিবাসী তো আমাদের-আপনাদের কাছে ফ্ল্যাট চায়নি। তারা চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। আজ পর্যন্ত ঢাকা শহরে বস্তিবাসীকে যারা ফ্ল্যাট দেয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে। তাদের বলা হয়েছে, আপনাদের ফ্ল্যাট দেবো, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন। কিন্তু আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই।</p>

<p>ঢাকা-১১ আসনে ১০ দলীয় ঐক্য জোট মনোনীত এই প্রার্থী বলেন, জান্নাতের মালিক আল্লাহ, আর ভোটের মালিক জনগণ। ভোটের মালিক দেশের নাগরিক। দেশের মানুষ দ্রুতই বুঝে যাবে, কারা নির্বাচনের আগে প্রতারণা করছে, কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, আর কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।</p>

<p>আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সমর্থিত জামায়াত-এনসিপিসহ জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, দেশ বদলের নির্বাচন। এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। আর নির্বাচনের সঙ্গে গণভোটও আছে, এটা অনেক দল ভুলে যায়। কিন্তু আমরা ভুলি না, জনগণও ভুলবে না। ইনশাআল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ গড়ে তুলব।</p>

<p> </p>

<p><em>বার্তা বাজার/এস এইচ </em></p>

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button