Bd বাংলাদেশ

নারী প্রার্থী না দেওয়া নিয়ে যা বললেন জামায়াতের নায়েবে আমির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো নারী প্রার্থী না থাকার কারণ এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতের 'পলিসি সামিট' চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জামায়াত এবার সরাসরি কোনো নারী প্রার্থী না দিলেও তাদের জোটের শরিকদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচন সংস্কার সংক্রান্ত ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের জন্য ৫ থেকে ১৫ শতাংশ আসন সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। জামায়াতে ইসলামী এই প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত। তিনি স্পষ্ট করে বলেন, যদি এই প্রস্তাবটি আইনে পরিণত হয়, তবে জামায়াত সরাসরি নির্বাচনে নারী প্রার্থী দিতে সম্মত এবং তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে।

নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে জামায়াত এবার আধুনিক ও প্রথাগত দুই পদ্ধতির সমন্বয় ঘটাচ্ছে। অনলাইন প্রচারণাকে একটি নতুন ও কার্যকর কৌশল হিসেবে উল্লেখ করে তাহের বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে ডিজিটাল বিলবোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হবে। তবে দলটির মূল শক্তি হিসেবে তিনি 'ওয়ান টু ওয়ান' বা সরাসরি গণসংযোগকে চিহ্নিত করেছেন। জামায়াত কর্মীরা প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ স্থাপনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ভবিষ্যতে সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে জামায়াতের এই নেতা একটি অন্তর্ভুক্তিমূলক মডেলের ইঙ্গিত দেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কেবল দলীয় গণ্ডির ভেতর থেকে মন্ত্রী নিয়োগ করবে না। বরং অর্থ বা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার জন্য দেশের ভেতরে থাকা সবচেয়ে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের দায়িত্ব দেওয়া হবে। তাঁর মতে, পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য নেতৃত্বের কোনো অভাব নেই।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyjanakantha.com

Back to top button