Bd বাংলাদেশ

‘তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করার পরও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে অগ্নিকা-ের শিকার পরিবারগুলোকে তারেক রহমান ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনি আইনের লঙ্ঘন। অথচ কমিশন তাকে শোকজ করার সাহস দেখাচ্ছে না। প্রশাসন ও কমিশন একদিকে হেলে যাচ্ছে। নাহিদ ইসলামের মতো প্রার্থীদের শোকজ করা হলেও তারেক রহমানের বেলায় কমিশন কেন নিশ্চুপ? এই বৈষম্যমূলক নীতি প্রমাণ করে যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এই প্রার্থী বলেন, আমি গণভোটের পক্ষে ক্যাম্পেইন করায় আমাকে শোকজ করা হয়েছে। অথচ আমার ব্যানারে কোনো নির্বাচনী প্রতীক ছিল না। সিটি করপোরেশন, ম্যাজিস্ট্রেট এবং বিএনপির লোকজন একসঙ্গে গিয়ে আমার ব্যানার খুলে ফেলেছে। আমার প্রশ্ন প্রশাসন আর বিএনপি কি এখানে হাত মিলিয়েছে? যদি তাই হয়, তবে ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা কে দেবে?
নাসীরুদ্দীন পাটোয়ারী তিনি বলেন, বিএনপি নেতারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করছেন এবং তার বদলে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ধরিয়ে দিচ্ছেন। মির্জা আব্বাসের পক্ষে প্রকাশ্যে ধানের শীষে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু কমিশন অন্ধ সেজে আছে। তারা হয়তো মনে করে মির্জা আব্বাসের বিরুদ্ধে কিছু বললে চাকরি থাকবে না। এমন মেরুদ-হীন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyinqilab.com

Back to top button