যে কারণে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব ধরনের কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তারা। এ ছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বরাবর পদত্যাগপত্র পাঠান তারা।
পদত্যাগপত্রের অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে আরও রয়েছেন- দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান–পরবর্তী সময়ে মধ্যমপন্থার রাজনীতি করার কথা বললেও বর্তমানে দলটি নিজস্ব ঘোষিত মতাদর্শ থেকে সরে এসেছে। ব্যক্তিগত ও নীতিগত কারণ বিবেচনায় নিয়ে তারা স্বেচ্ছায় দল ছাড়ছেন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাশেম দল থেকে পদত্যাগ করেন। তিনি ফেনী-৩ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, এর আগে একজন পদত্যাগ করেছিলেন। আজ আরও পাঁচজন পদত্যাগ করেছেন বলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে পদত্যাগপত্রের কপি জমা দেননি। কপি পেলে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com
