Bd বাংলাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে লড়াইয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না খালিদুজ্জামান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণায় সন্তোষ প্রকাশ করে খালিদুজ্জামান বলেন, তার মনোনয়ন বৈধ হয়েছে এবং এ আসনে জামায়াতের অবস্থান শক্ত। তার ভাষায়, তারেক রহমানের বিপক্ষে লড়াইয়ে তিনি কোনো চাপ বা চ্যালেঞ্জ অনুভব করছেন না।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, একজন নাগরিকের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার এমন সক্রিয়তা তাকে বিস্মিত করেছে। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও সেটির একটি সীমা থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করে জামায়াত প্রার্থী বলেন, সরকার যেন কারো জন্য বাড়তি সুবিধা না দেয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইনের সীমার মধ্যেই দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Back to top button