Bd বাংলাদেশ

বাংলাদেশ না খেললে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বছরের প্রথম দিনে বিপিএলের প্রথম ম্যাচে দর্শকরা দেখলেন শ্বাসরুদ্ধকর এক লড়াই। সিলেট টাইটান্সের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। পাওয়ার প্লেতেই মোহাম্মদ আমিরের তোপে ভেঙে পড়ে টপ অর্ডার। দ্রুত বিদায় নেন একের পর এক ব্যাটার। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে তখন কার্যত ম্যাচের বাইরে ঢাকা।

সেই ধ্বংসস্তূপের মাঝেই দৃঢ়তা দেখান শামীম হোসেন পাটোয়ারী। চাপের মুহূর্তে দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন তিনি। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর একাই রানের গতি বাড়াতে থাকেন শামীম। তার ব্যাটে জয়ের আশা নতুন করে জেগে ওঠে ঢাকার শিবিরে, গ্যালারিতেও বাড়তে থাকে উত্তেজনা।

তবে ক্রিকেট শেষ পর্যন্ত দলীয় খেলাই। অপর প্রান্ত থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় শামীমের লড়াকু ফিফটি শেষ পর্যন্ত কাজে আসেনি। মাত্র ৬ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় ঢাকা। খুব কাছে গিয়েও জয় হাতছাড়া হওয়ায় হতাশা স্পষ্ট ছিল দলের মধ্যে।

ম্যাচ শেষে শামীম বলেন, ম্যাচ হারলে আফসোস থাকেই। তবে ক্রিজে থাকা অবস্থায় নিজের ওপর বিশ্বাস ছিল। তিনি জানান, যদি কেউ একটু সাপোর্ট দিত, তাহলে ম্যাচটি জেতা সম্ভব ছিল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি সিলেটও। অধিনায়ক মিরাজ ও রনি তালুকদার দ্রুত ফিরে যান। এরপর সাইম আইয়ুব ও পারভেজ ইমন ইনিংস সামাল দেন। শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি। সালমান মির্জার এক ওভারেই তোলেন ২২ রান। তার ব্যাটেই সিলেট পৌঁছে যায় ১৭৩ রানে।

ঢাকার ফিল্ডিং ছিল হতাশাজনক। একাধিক সহজ ক্যাচ মিস করেন ফিল্ডাররা, যার সুযোগ পুরোপুরি কাজে লাগায় সিলেট। বল হাতে তাসকিন ও সালমান উইকেট পেলেও দুজনই চার ওভারে ৪৬ রান করে দেন। খরুচে বোলিং ও দুর্বল ফিল্ডিং মিলিয়েই মূলত ম্যাচটি হাতছাড়া হয় ঢাকার।

শেষ ওভারে প্রয়োজন ছিল বাউন্ডারি। শামীম চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তের নায়ক হতে, কিন্তু সিলেটের বোলার চাপ সামলে নিখুঁত বল করেন। ফলে নাটকীয় লড়াইয়ের পর জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

এই ইনিংস দিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন শামীম। সামনের বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না তিনি। আপাতত তার লক্ষ্য বিপিএলে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা এবং নিজের খেলায় মনোযোগ রাখা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Back to top button