‘বিএনপিকে ভোট দিতে চায় ৭০ শতাংশ মানুষ’ জরিপকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ‘স্বাস্থ্য খাতের’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের বিস্তারিত তুলে ধরেন।
দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয়।
জরিপ অনুযায়ী, ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ —এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) এবং ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র শূন্য দশমিক ২ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন।
জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের ৭১ শতাংশই বিএনপিকে সমর্থন করেছেন, যা দলটির প্রতি নারী সমাজের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
‘কোন দল সরকার গঠন করবে’—এই প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপির কথা বলেছেন এবং ১৭ শতাংশ জামায়াতের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে কে জিতবে—এমন প্রশ্নের উত্তরেও ৭৪ শতাংশ মানুষ বিএনপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ১৮ শতাংশ ভোটার মনে করেন জামায়াতে ইসলামী জিতবে এবং ১ দশমিক ৭ শতাংশ মানুষ এনসিপি’র জয়ের সম্ভাবনা দেখছেন। এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন।
অংশগ্রহণকারীদের কাছে গত নির্বাচনে (যেটি বিতর্কিত বা দিতে চেয়েও পারেননি) কাকে ভোট দিতে চেয়েছিলেন জানতে চাওয়া হলে ৩৫ শতাংশ জানান, তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে ২৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

