বাধ্য হয়ে আজ আপনাদের দরজায় দরজায় গিয়েছি এবং শেষ মেশ গাড়ীর উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি: রুমিন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
“বাধ্য হয়ে আজ আপনাদের দরজায় দরজায় গিয়েছি এবং শেষ মেশ গাড়ীর উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি”—এমন অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, তার পূর্বনির্ধারিত নির্বাচনি পথসভার মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “আজ আমার পূর্বনির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষের লোকজন মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আজ আপনাদের দরজায় দরজায় গিয়েছি এবং শেষ মেশ গাড়ীর উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।” তবে কারা তার মঞ্চ ভেঙেছে, সে বিষয়ে তিনি কোনো নাম উল্লেখ করেননি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা এই অন্যায়ের উপযুক্ত জবাব দেবেন।”
তিনি আরও বলেন, “আমি সংসদ সদস্য থাকাকালে অরুয়াইল চিত্রা নদীর ওপর থাকা রাস্তা ও সেতুর উন্নয়নের জন্য আবেদন করেছিলাম। ইনশাল্লাহ, নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্টসহ সব অবকাঠামোর সংস্কার করবো।”
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন, “এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মামলায় ফাঁসানো হবে না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা বালু ব্যবসা করতে দেওয়া হবে না। ইনশাল্লাহ, নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন চেহারা দেবো। দেখা হবে বিজয়ে।”
এদিকে, নির্বাচনি প্রতীক বরাদ্দের আগে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও সরাইল উপজেলায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “প্রতীক বরাদ্দের আগে কোনোভাবেই সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না। এ বিষয়ে সরাইল উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বার্তাবাজার/এমএইচ
প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: bartabazar.com

